
আবারও কি সম্পর্ক ভাঙল সালমান খানের? দুবাইয়ের স্টেডিয়ামে দাঁড়িয়ে বিদেশিনী ‘প্রেমিকা’ ইউলিয়া ভাঞ্চুকে এড়িয়ে গেলেন বলিউড কিং? সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওকে কেন্দ্র করে এমনই প্রশ্ন উঠছে।
সেলিব্রিটি ক্রিকেট লিগের জন্য দুবাইয়ে গিয়েছেন সালমান খান। সেখানে তার পরিবারের সদস্য ও কাছের বন্ধুরাও রয়েছেন। যেখানে খেলা হচ্ছিল সেখানেই সম্ভবত ভিডিওটি রেকর্ড করা হয়েছে। কী রয়েছে তাতে?
দরজা দিয়ে মাঠের দিকে যাচ্ছিলেন সালমান। সামনে ইউলিয়াকে দেখেই দাঁড়িয়ে পড়েন। ভগ্নীপতি আয়ুষ শর্মা গিয়ে সালমানকে আলিঙ্গন করেন। তার পিঠ চাপড়ে দিলেও ইউলিয়ার দিকে একবারও তাকাননি বলিউডের সুলতান।
রোমানিয়ার বাসিন্দা ইউলিয়া। তবে মুম্বাইয়ে সালমান খানের সঙ্গে একাধিক জায়গায় দেখা গেছে তাকে। বি-টাউনে গুঞ্জন, সালমানের বেশ কাছের তিনি। দুজনের প্রেমের কথাও একাধিকবার শোনা গেছে। এই ইউলিয়ার জন্যই নিজের প্রযোজনায় মিউজিক ভিডিও তৈরি করেছেন সালমান। তাতে আবার অভিনয়ও করেছিলেন।
শোনা যায়, নিজের ফার্ম হাউসেই ভিডিওটি শুট করেছিলেন সালমান। সুপারস্টারের পারিবারিক অনুষ্ঠানেও একাধিকবার ইউলিয়াকে দেখা গেছে।। কিন্তু এবার যেন ইউলিয়ার দিকে ফিরেও তাকালেন না সালমান। তাহলে কি ফের একবার সম্পর্ক ভাঙল ভাইজানের? ভিডিও ঘিরে এমনই প্রশ্ন উঠছে।







































