
ফরিদপুরের বোয়ালমারীতে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৫ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে মাজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে উপজেলার বিল্লাহুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলার চর গ্রামের মুহাম্মাদ শেখের ছেলে ইমরান শেখ (২৯) ও জিয়াউর রহমান শেখের ছেলে নাইম শেখ (২৪)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরের দিকে মোটরসাইকেলযোগে ইমরান শেখ ও নাইম শেখ ঢাকায় যাচ্ছিলেন। পথে মাজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে উপজেলার রুপাপাত ইউনিয়নের বিল্লাহুড়ি এলাকায় পৌঁছালে একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।
এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শহিদুল ইসলাম বলেন, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





























