
আজিজুল ইসলাম: ময়মনসিংহের ফুলবাড়ীয়া প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি নির্বাচন–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৪৯ জন ভোটারের মধ্যে ৪৫ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ১৪টি পদের মধ্যে ৩টি পদে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটের মাধ্যমে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি-২ পদে নজরুল ইসলাম খান (দৈনিক আজকের ময়মনসিংহ), সহ-সাধারণ সম্পাদক পদে আলী আশরাফ (দৈনিক মুক্ত খবর) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোত্তালিব দরবারী (ফ্রিল্যান্স)। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি-১ আবুল কালাম (দৈনিক ইত্তেফাক), সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিম (দৈনিক কালের কণ্ঠ), অর্থ বিষয়ক সম্পাদক শামীম আহামেদ নীলু (দৈনিক মানবকণ্ঠ), সাংগঠনিক সম্পাদক সেলিম হোসাইন (দৈনিক আজকের পত্রিকা), দপ্তর সম্পাদক মো. হেলাল উদ্দিন উজ্জ্বল (প্রতিদিনের সংবাদ), ধর্মীয় ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম (দৈনিক ঢাকা প্রতিদিন), ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম মানিক (দৈনিক জবাবদিহি), তথ্যপ্রযুক্তি ও পাঠাগার সম্পাদক মিজা মো. মঞ্জুরুল হক (ময়মনসিংহ প্রতিদিন)। কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রফিক আহমেদ মিঠু (দৈনিক যুগান্তর), এস. এম. গোলাম ফারুক আকন্দ (দৈনিক ভোরের ডাক) এবং কবীর উদ্দিন সরকার হারুন (দৈনিক সমকাল)। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা নূর মোহাম্মদ। উল্লেখ্য, ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম পদাধিকারবলে ফুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন।





























