
আজিজুল ইসলাম: ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় এনসিপি মনোনীত ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের এমপি প্রার্থী, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাবেদ রাসিন ফুলবাড়ীয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। গতকাল শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে এনসিপির আয়োজনে ফুলবাড়ীয়া প্রেস ক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময়কালে তিনি ফুলবাড়ীয়ার উন্নয়ন ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে ১০ দফা পরিকল্পনা তুলে ধরেন। এসব পরিকল্পনার মধ্যে রয়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ, বিদ্যুৎ ও জ্বালানি সুবিধা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা উন্নয়ন।জাবেদ রাসিন জানান, ফুলবাড়ীয়া থেকে ঢাকা–ময়মনসিংহ সড়ক চার লেনে উন্নীত করা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করা এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ও কোল্ড স্টোরেজ স্থাপন করা হবে। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতে পরিবেশবান্ধব শিল্পাঞ্চল ও আইটি পার্ক গড়ে তোলার পরিকল্পনার কথাও বলেন তিনি। আইনশৃঙ্খলা, নাগরিক সেবা ও পরিবেশ উন্নয়নের বিষয়ে তিনি পুলিশ ফাঁড়ি স্থাপন, ডিজিটাল নাগরিক সেবা চালু এবং আখালিয়া নদীকেন্দ্রিক পরিবেশ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কথা তুলে ধরেন। মতবিনিময় শেষে জাবেদ রাসিন বলেন, তিনি কথা নয়, কাজের মাধ্যমে ফুলবাড়ীয়ার মানুষের জন্য স্থায়ী উন্নয়ন নিশ্চিত করতে চান। মতবিনিময় সভায় এনসিপি ময়মনসিংহ জেলা ও ফুলবাড়ীয়া উপজেলা পর্যায়ের জেলা সমন্বয় কমিটির সদস্য মোকাররম আদনান, উপজেলা প্রধান সমন্বয়কারী মনজুরুল হক মামুন, যুগ্ম সমন্বয়কারী ইঞ্জিনিয়ার ওমর শরিফ, আনোয়ার হোসেন, জেলা যুবশক্তির যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম শুভসহ নেতৃবৃন্দ এবং ফুলবাড়ীয়ায় কর্মরত সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।





























