
আজিজুল ইসলাম: কর্মমুখী শিক্ষার মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব হ্রাসের লক্ষ্য নিয়ে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব-২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় দুই মাসব্যাপী কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার (২ জানুয়ারি) বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব (যুব অনুবিভাগ) ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর ময়মনসিংহের উপপরিচালক মো. হারুণ-অর-রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রওশন জাহানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং প্রশিক্ষণার্থীরা। উদ্বোধন শেষে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, পরনির্ভরশীলতা কমিয়ে কর্মমুখী শিক্ষা, আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বিতাই হতে পারে দেশের বেকারত্ব দূরীকরণের কার্যকর উপায়। টেকাব প্রকল্পের মাধ্যমে গ্রামীণ যুবসমাজ আধুনিক তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ গ্রহণ করে ভবিষ্যতে চাকরি ও উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে। এ প্রশিক্ষণ কার্যক্রমের বিশেষ দিক হলো প্রচলিত প্রশিক্ষণকেন্দ্রের পরিবর্তে একটি আধুনিক শীতাতপনিয়ন্ত্রিত (এসি) ভ্রাম্যমাণ বাসে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। উপজেলা পরিষদ চত্বরে অবস্থানরত এই বাসে তিনটি শিফটে মোট ৪০ জন শিক্ষিত বেকার তরুণ-তরুণী দুই মাসব্যাপী কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করছেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ সামগ্রী হিসেবে বই, ব্যাগ এবং আর্থিক সহায়তার চেক বিতরণ করেন।





























