
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ : ময়মনসিংহের ফুলপুরে ডিম ও পিঠা বিক্রি করেই চলছে ৫৪ বছর বয়সী মঞ্জুরুল হকের সংসার। মাসে গড়ে প্রায় ৫ লাখ টাকার ডিম ও পিঠা বিক্রি করেন তিনি। ফুলপুর পৌরসভার বাসস্ট্যান্ডে ফুটপাতের একটি ছোট্ট ভ্রাম্যমাণ দোকানেই প্রতি রাতে বিক্রি করে থাকেন ১৮ থেকে ২০ হাজার টাকার ডিম ও পিঠা। মঞ্জুরুল হকের দোকানে চেপা শুঁটকিসহ ৭ রকমের ভর্তা দিয়ে পরিবেশন করা হয় গুটি পিঠা। খেজুর গুড়, নারকেল ও কিসমিস দিয়ে বানানো হয় সুস্বাদু ভাঁপা পিঠা। প্রতিটি গুটি ও চিতই পিঠা ১০ টাকা এবং ভাঁপা পিঠা ২০ টাকা দরে বিক্রি করেন। তবে ডিম দিয়ে তৈরি প্রতিটি চিতই পিঠা ৩০ টাকা দরে বিক্রি করেন। তাছাড়া প্রতিটি সেদ্ধ মুরগির ডিম ২০ টাকা ও হাসের ডিম ২৫ টাকা দরে বিক্রি করে থাকেন। মঞ্জুরুল হকের বাড়ি ফুলপুর পৌরসভার কাজিয়াকান্দা গ্রামে। তিনি প্রায় ১৩ বছর ধরে এই ডিম ও পিঠার ব্যবসা করেন। মঞ্জরুল হকের পরিবারে রয়েছে এক স্ত্রী ও ৪ সন্তান। এ ব্যবসা করেই তিনি সংসার চালান। মঞ্জুরুল হক জানান, এ ব্যবসার আগে তার পরিবারে অভাব অনটন লেগেই থাকতো। টাকার অভাবে সন্তানদেরও বেশি পড়াশোনা করাতে পারেননি। তবে শীতকালীন ডিম ও পিঠা বিক্রি করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন। নিজ বাড়িতে একটি হাফ বিল্ডিং ঘরও করেছেন। তার দুই ছেলে তোফায়েল ও মেহেদি এখন তাকে দোকানে সহযোগিতা করেন।




































