
স্টাফ রিপোর্টার ও ফুলপুর প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুরে ওসমান হাদীকে হত্যার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত বিচারের দাবিতে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ময়মনসিংহ ২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত এমপি প্রার্থী মুফতি মুহাম্মদুল্লা'র নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফুলপুর গোল চত্ত্বরে গিয়ে সমাবেশ করে। অপরদিকে, একই দিনে ওসমান হাদী হত্যার প্রতিবাদে এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জুলাই যোদ্ধা ও গণ অধিকার পরিষদ ফুলপুর শাখার উদ্যোগে যৌথভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি দাবী করেন।





























