
গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন বাগানবাড়ী এলাকায় ইয়াসিন ইন্টার প্রাইজ নামক ঝুট গোডাউনে অগ্নি কাণ্ডের ঘটনা ঘঠেছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার সময় মহানগরীর কোনাবাড়ী থানাধীন বাগানবাড়ী ছাপড়া মসজিদ সংলগ্ন এলাকায় এ অগ্নি কাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩ টার সময় কোনাবাড়ী থানাধীন বাগানবাড়ী এলাকায় ছাপড়া মসজিদ সংলগ্ন ইয়াসিন ইন্টার প্রাইজ নামক একটি গোডাউনে আগুন লাগে। পরে তা মূহুর্তের মধ্যে পুরো গোডাউনে আগুন ছড়িয়ে পড়লে প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেস্টা করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ারসার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সহয়তায় সারাবো মর্ডান ফায়ার সার্ভিসের আরও ৩ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।
গোডাউনের ম্যানেজার মোঃ বাবু মিয়া বলেন,রাত
দিন ২৪ ঘন্টা আমাদের গোডাউনে লোক থাকে। রাত সাড়ে তিনটার সময় খবর পাই গোডাউনে আগুন লেগেছে। বাসায় থেকে এসে দেখি পুরো গোডাউনে আগুন দাউদাউ করে জ্বলছে। তিনি
বলেন,গোডাউনের পূর্ব দক্ষিণ কর্ণার থেকে আগুনের সূত্রপাত হয়। কিন্তু ওই কর্ণারে আমাদের কোন বৈদ্যুতিক লাইন ছিলোনা। আমাদের ধারণা
দুষ্কৃতকারীরা গোডাউনে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। তিনি আরো বলেন,অগ্নি কান্ডে আমাদের প্রায় ৩ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।
কোনাবাড়ী মর্ডান ফায়ারসার্ভিসের ওয়্যার হাউস পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম জানান, আমরা
রাত ৪ টা ১০ মিনিটে আগুন লাগার সংবাদ পাই।
প্রথমে আমাদের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে সারাবো মর্ডান ফায়ারসার্ভিসের
আরও তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা।
সারাবো মর্ডান ফায়ারসার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার তাশারফ হোসেন জানান,আগুন লাগার
খবর পেয়ে কোনাবাড়ী ও মর্ডান ফায়ারসার্ভিসের
৫ ইউনিট প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রায় ৭ ঘন্টা পর আগুন সম্পূর্ণ নির্বাবণ (ড্রামপিং) করা হয়। তিনি বলেন,পানি সংকট থাকায় আগুন নেভাতে বেক পোহাতে হয়েছে ফায়ারসার্ভিস কর্মীদের। এছাড়াও আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষ জানা যাবে। তবে এঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।
###





























