
মোঃ হেলাল তালুকদার, ঘাটাইল,টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউনিয়নে
বাগুনডালি গ্রামে ঝিনাই নদীতে অবৈধ ড্রেজার মেমিন ধ্বংস করা হয়েছে ।
বুধবার (২৬ নভেম্বর) সকালে ভ্রম্যমান আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান এ অভিযান পরিচালনা করে।
প্রেস রিলিজে উল্লেখ করেন ,দিঘলকান্দি ইউনিয়নের বাগুনডালি গ্রামে ঝিনাই নদীতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। এ সময় স্থানীয় মেম্বার ও গ্রাম পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনাকালে অবৈধ ড্রেজার ও পাইপের মালিক দাবিদার কাউকে পাওয়া যায়নি। স্থানীয় জনগণও কারো নাম বলতে পারেনি। দাবিদার না থাকায় অবৈধ ড্রেজার বিনষ্ট করে ডুবিয়ে দেওয়া হয়। এছাড়া আনুমানিক ৫৫০ ফুট পাইপ ধ্বংস করা হয়।
এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার ( ভূমি) জাহিদুর রহমান জানায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



































