
গজারিয়ায় মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গাড়ী,অফিস ভাংচুর, পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসানের নেতৃত্বে ঘটনাস্থলে রয়েছে আইন শৃঙ্খল বাহিনী,থমথমে অবস্থা বিরাজ করছে।
শুক্রবার(৫ডিসেম্বর)বিকাল ৫ঘটিকায় উপজেলার জামালদী বাসষ্টান্ড এলাকায় এই ঘটনা ঘটে,এতে উভয় পক্ষের নারীসহ ৮/১০আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আহত'রা হলেন স্বাধীন(২৮)পিতা কবির হোসেন,শিরিনা বেগম(৪৬)স্বামী:কবির হোসেন
সাইদুল(২৫)আলী মিয়া,দেলোয়ার (৪৯) পিতা:সোনা মিয়া,মোস্তফা (৪৮)পিতা আজিজ, সুজন(২৩) ফজলুর রহমান,আসিফ মীর(১৯) পিতা:মাসুম মীর,নয়ন(২৬)পিতা অজ্ঞাত এদের মধ্যে স্বাধীন ও সাইদুলের অবস্থা গুরুতর হওয়ার ঢাকা প্রেরণ করা হয়েছে।
জানা যায়,গতকাল মঙ্গলবার(৪ডিসেম্বর) সাড়াদেশের ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি,মুন্সীগঞ্জ ৩আসনে দলীয় মনোনয়ন পান বিএনপির কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো:কামরুজ্জামান রতন,মনোনয়ন বঞ্চিত হন জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ,এই নিয়ে মুখোমুখি অবস্থানে থেকে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রুপ।
স্থানীয় জামালদী বাসষ্টান্ড এলাকায় নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানদার বলেন,বিকাল ৫টার দিকে মহিউদ্দিন গ্রুপের লোকজন সাহারা মার্কেটে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আলী হোসেন এর অফিসের সামনে থেকে মনোনয়নের প্রতিবাদে মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিল আর উপজেলা যুবদলের আরেক যুগ্ম আহবায়ক মাসুম আহমেদ ও হোসেন্দী ইউনিয়ন বিএনপি নেতা মমিন মৃধার নেতৃত্বে কামরুজ্জামান রতন গ্রুপের লোকজন ষ্টান্ডের মহাসড়কের পাশে আনন্দ মিছিল করার জন্য অবস্থান করছিল হঠাৎ দুই গ্রুপ মুখোমুখি হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
বিষয়টা নিয়ে আলী হোসেন বলেন,আমারা মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিলাম, এই সময় তারা আমাদের উপর হামলা চালিয়ে আমার গাড়ি, অফিস ভাংচুরসহ ৬/৭ কে পিটিয়ে আহত করে।
হোসেন্দী ইউনিয়ন বিএনপি নেতা মমিন মৃধা বলেন,কামরুজ্জামান রতন ভাই মনোনয়ন পাওয়ায় গজারিয়াবাসী আনন্দিত,লোকজন মিছিলের প্রস্তুতি নিচ্ছিল এই সময় আলী হোসেন এর অফিস থেকে গুলি,ককটেল বিস্ফোরণ ও ইট পাটকেল নিক্ষেপ এর ঘটনা ঘটলে আমরা তাদের প্রতিহত করি।
এ বিষয়ে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুহাম্মদ মাসুদ ফারুক বলেন,এই ঘটনা মূলত বিএনপির দুই গ্রুপের না,কামরুজ্জামান রতন মনোনয়ন পাওয়ায় গজারিয়াবাসী আনন্দিত,তাঁরা আওয়ামী দোসরদের প্রতিহত করেছে।
বিষয়টা নিয়ে গজারিয়ায় থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ বলেন,খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌঁছে,এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।





























