
গঙ্গাচড়া প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারী ইউনিয়নে জেলা তথ্য অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র ২০২৩-২০২৪ অর্থবছরের আওতায় ‘জনগণের কথা’ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার লক্ষীটারি ইউনিয়ন পরিষদ মাঠে আলোচনা সভায় উপজেলা নির্বাহ অফিসার নাহিদ তামান্না সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর।
মুখ্য আলোচকের বক্তব্য রাখেন রংপুর কারমাইকেল কলেজের ভূতপূর্ব অধ্যাপক প্রফেসার শাহ আলম। অনুষ্ঠানের শুরুতে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র জেলা তথ্য অফিসার আতিকুর রহমান শাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম, আঞ্চলিক তথ্য সিনিয়র অফিসার মামুনুর রশীদ, লক্ষীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদি।
এসময় রংপুর জেলা সহকারী তথ্য অফিসার তানিয়া তাজনীন মেমী, উপজেলক আনছার ভিডিপি কর্মকর্তা গুলজার হোসেন, উপজেলা গনমাধ্যম কর্মী,জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিসহ জেলা তথ্য অফিস এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সভায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, সর্বজনীন পেনশন স্কিমসহ দেশের সার্বিক উন্নয়ন বিষয়ে আলোকপাত করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের উন্নয়ন কর্মপরিকলপনা দেশকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করছে বলে বক্তাগণ তাদের বক্তব্যে তুলে ধরেন। তারা বলেন, সরকারি দপ্তর শুধু নয় দেশের সার্বিক উন্নয়নে সকল শ্রেণি পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে। এছাড়া গুজব, অপপ্রচার রুখে দিয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করার আহ্বান জানান।





























