
মজমুল হক গঙ্গাচড়া প্রতিনিধি :
রংপুরের গঙ্গাচড়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার'র সাথে গঙ্গাচড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ( ৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে অফিসার্স ক্লাবে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার, সমাজসেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান, পিআইই ও সাজিবুল করিম, সমবায় অফিসার আবতাবুজ্জামান, রংপুর সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, গঙ্গাচড়া প্রেসক্লাবের সভাপতি সাজু আহমেদ লাল, সাধারণ সম্পাদক আলী আরিফ সরকার রিজু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবদুল আলীম প্রামাণিক
এসময় গঙ্গাচড়ায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকগণ গঙ্গাচড়ার বিভিন্ন সমস্যা ও অসঙ্গতি কথা তুলে ধরেন। পরে নবাগত ইউএনও গঙ্গাচড়ার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।





























