
মজমুল হক গঙ্গাচড়া প্রতিনিধি :
রংপুরের গঙ্গাচড়ায় রাজা মিয়া (৩৫) নামের এক মৃগী রোগে আক্রান্ত যুবকের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। সে উপজেলার কোলকোন্দ ইউনিয়নের উত্তর কোলকোন্দ গ্রামের মীরপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে। সে ৯ ভাই বোনের সবার ছোট।
আজ শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায় রাজা মিয়া ছোট বয়স থেকে মৃগী রোগে আক্রান্ত ও কিছুটা ভারসাম্যহীন ছিল । সে প্রায় ঐ এলাকার ওয়াপদার বড়পিঠে নেমে গোসল করে থাকে।
আজও সে বড়পিঠে গোসল করতে নামে। গোসল করার এক পর্যায়ে রাজা গভীর পানিতে ডুবে যায়। ঐ এলাকার মমেদুল ইসলাম বলেন, রাজা পানিতে গোসলে নামে কিছুক্ষন পরে আমি লক্ষ করি সে গভীর পানিতে তলিয়ে যাচ্ছে এবং হাত পা নাড়াচ্ছে। তখন আমি দৌড়ে এসে রাজাকে তুলতে পানিতে লাফ দেই। পানির গভীরতা বেশী ও রাজা সুঠাম দেহের হওয়ায় আমার পক্ষে রাজাকে উপরে তুলতে সক্ষম হইনি।
ঘটনাটি শোনার পর কয়েকজন স্থানীয় বাসিন্দা দৌড়ে এসে রাজাকে পানি থেকে উপরে তুলে। ততক্ষণে রাজার মৃত্যু নিশ্চিত হয়। ঘটনাটি শোনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে আসে। রাজা মৃগী রোগে আক্রান্ত ও মানসিক ভারসাম্যহীন হওয়ায় শারীরিক ভাবে অক্ষম ছিল। সে কোন রকম কাজ কর্ম করতে পারতেন না। বাবা মা হারা রাজা ভাই বোনের আশ্রয়ে থাকত। ৩৫ বছরেও সে অবিবাহিত ছিল।




























