
স্টাফ রিপোর্টার:সুনামগঞ্জ-১ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী,জনতার নেতা কামরুজ্জামান কামরুল চূড়ান্ত মনোনয়নপত্র জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দিয়েছেন। খবরটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে এক আনন্দ,উৎসাহ ও আত্মবিশ্বাসের প্রবল স্রোত বইতে শুরু করেছে।মধ্যনগর উপজেলা বিএনপির জনতার হিসাবে পরিচিত এম শহিদ বলেন,কামরুজ্জামান কামরুল চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন এমন সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে মানুষের চোখে-মুখে ফুটে উঠেছে তৃপ্তি, দৃঢ় প্রত্যয় এবং অনন্য আনন্দ।দীর্ঘদিন ধরে জনগণের পাশে থাকা এক নেতা হিসেবে তার প্রতি আস্থা আজ আরও অটুট ও শক্তিশালী হয়েছে। এটি শুধুই মনোনয়ন নয়,এটি গণমানুষের আশা,বিশ্বাস ও প্রত্যয়ের স্বরূপ।মনোনয়নপত্র জমাদানের অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য সচিব ও স্বাক্ষরক্ষমতাপ্রাপ্ত আব্দুল হক, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, তাহিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও স্বাক্ষরক্ষমতাপ্রাপ্ত সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী,তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বলসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এসময় নেতাকর্মীদের চোখে-মুখে দেখা যাচ্ছিল এক অদম্য উচ্ছ্বাস ও আত্মবিশ্বাসের ছাপ,যা কোনো স্লোগান বা ধ্বনি ছাড়া পুরো পরিবেশকে উদ্দীপনা ও প্রাণবন্ত করে তুলেছে। দীর্ঘ প্রতীক্ষার পর প্রার্থিতা চূড়ান্ত হওয়ায় নেতা ও সমর্থকদের মধ্যে নতুন এক আশা,শক্তি ও প্রত্যয়ের সঞ্চার হয়েছে।নেতৃবৃন্দ বলেন,কামরুজ্জামান কামরুল দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ-১-এর মানুষের সুখ-দুঃখে পাশে থেকে গণমানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক হয়ে উঠেছেন। তার নেতৃত্বে আসন্ন নির্বাচন কেবল একটি রাজনৈতিক প্রতিযোগিতা নয়,এটি গণতন্ত্র পুনরুদ্ধার,জনতার অধিকার প্রতিষ্ঠা এবং দেশের জন্য শুভদিন আনার লড়াই।উপস্থিত নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করার অঙ্গীকার করেছেন এবং সাধারণ মানুষকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশের জন্য নতুন এক অধ্যায়ের সূচনা করার আহ্বান জানিয়েছেন।





























