
শেখ মাহদী হাসান শিবলী
গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি
আগামী ৫ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ ষ্ঠ উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচন।
উপজেলা নির্বাচনের ২ দিন আগেই নির্বাচন থেকে সরে দাঁড়ালেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খাইরুল ইসলাম। তিনি গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনে মোটর সাইকেল প্রতীকে চেয়ারম্যান প্রার্থী ছিলেন।
সোমবার বিকেলে ৪ টায় গোপালপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি সরে দাঁড়ানোর এই ঘোষণা দেন। এ সময় তার সমর্থকি লোকজন তার সাথে উপস্থিত ছিলেন।
তিনি জানান পারিবারিক সমস্যা ও শারীরিক অসুস্থতার জন্য আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। মোহাম্মদ খাইরুল ইসলাম সংবাদ সম্মেলনে তার লিখিত বক্তব্যে বলেন, উপস্থিত প্রিয় সাংবাদিক ও সুধীবৃন্দ আমি মোঃ খায়রুল ইসলাম ৫ই জুন উপজেলা পরিষদ নির্বাচনে গোপালপুর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে আসছিলাম কিন্তু পারিবারিক সমস্যা ও শারীরিক অসুস্থতার জন্য আগামী পাঁচই জুনের নির্বাচনের প্রতিদ্বন্দিতা হতে বিরত থাকার সিদ্ধান্ত গ্রহণ করেছি। বিগত দিনগুলোতে যারা আমার নির্বাচনী কাজের সহযোগিতা করেছেন তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা রইল। গোপালপুর উপজেলা বাসীর কাছে আমার পরিবার ও আমার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করছি।





























