
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে ছোট ভাই মেহেদী বিশ্বাসের বসতবাড়ি জবরদখলের অভিযোগ উঠেছে বড় ভাই মোহাব্বত আলী বিশ্বাসের বিরুদ্ধে। এ ঘটনায় দুই ভাইয়ের পরিবারের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তারা উপজেলার খামারনাচকৈড় মহল্লার মরহুম ফয়েজ উদ্দিন মোকা বিশ্বাসের ছেলে।
মেহেদী বিশ্বাস বলেন, চাকরির কারণে তিনি নওগাঁ জেলা সদরে থাকেন। যার কারণে তার নিজ নামীয় ২.৪০ শতক জায়গা তার চাচাতো ভাই আলিম বিশ্বাসের কাছে বিক্রি করেন। এতে ক্ষিপ্ত হয়ে বড়ভাই মোহাব্বত বিশ্বাস ওই জায়গা দখল নেন এবং মেহেদীর ঘরে থাকা নগদ টাকা, গহনা, টিভি, ফ্রিজ ও আসবাবপত্র লুট করে নেন। প্রতিবাদ জানালে মেহেদীর ওপর ক্ষিপ্ত হয়ে হুমকি ধামকি দেন মোহাব্বত বিশ্বাস। তার নিজনামীয় বসতবাড়ি ও মালামাল ফেরত চান এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বড় ভাইয়ের বিচার দাবি করেন তিনি।
এরই প্রেক্ষিতে রবিবার (৭ ডিসেম্বর) জায়গা ও লুট হওয়া জিনিসপত্র ফেরত নিতে গেলে মোহাব্বত তার ছোট ভাইকে প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনার সুষ্ঠু ও ন্যায় বিচারের প্রত্যাশায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মেহেদী হাসান ও তার পরিবার। এসময় মেহেদীর সাথে স্ত্রী রহিমা খাতুনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে মোহাব্বত বিশ্বাস বলেন, আমার ছোটভাই আমাকে না জানিয়ে অন্যের কাছে জায়গা বিক্রি করেছেন। ওখানে আমার জায়গাও আছে। এজন্য পরিবারের অন্য অংশিদাররা মিলে কোর্টে বাটোয়ারা মামলা দায়ের করেছি। এখানে তার কোনো মালামাল নেই, সব নিয়ে গেছে। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির চেষ্টা করছে।
গুরুদাসপুর থানার ওসি তদন্ত (ভারপ্রাপ্ত) মো. আকবর হোসেন বলেন, এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





























