
মেহেদী হাসান, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি।।
গভীর নলকূপ স্থাপন, ঘর নির্মাণ, সাঁকো তৈরি এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে রামপাল–মোংলা অঞ্চলে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।
দীর্ঘদিনের মানবিক উদ্যোগ ও সাহসী নেতৃত্বের কারণে তিনি এলাকায় “জাদুকরী নেতা”, “মানবিক পুরুষ” ও “রাজপথের রাজা” হিসেবে পরিচিত। বর্তমানে তিনি বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এবং বাগেরহাট-২ (রামপাল–মোংলা–ফকিরহাট) আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী।
২০০৯ সাল থেকে আট সহস্রাধিক মানুষের চক্ষু চিকিৎসা ও অপারেশনের ব্যবস্থা করেছেন তিনি। মোংলার বুদ্ধিপ্রতিবন্ধী যুবক মোস্তাফিজ ও শিশু রোকাইয়ার চোখের অপারেশন করিয়েও তিনি ব্যাপক আলোচনায় আসেন।
হতদরিদ্র শিক্ষার্থীদের জন্য তিনি শিক্ষা সহায়তা প্রদানসহ নানা মানবিক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন।
সম্প্রতি গিলাতলা বাজারসংলগ্ন ঋষিপল্লীর ২৫টি পরিবারের জন্য গভীর নলকূপ, ভাগার দীপালি রানী শীলের পরিবারকে নতুন ঘর, এবং ভোজপতিয়া–পেড়িখালী এলাকায় দুটি বাঁশের সাঁকো নির্মাণ করেছেন তিনি। মোংলায় আগুনে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারকেও দ্রুত সহায়তা করেছেন।
বিগত সরকারের আমলে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের পর আইনি সহায়তা, খাদ্য ও আর্থিক সহায়তা, এবং দুর্যোগের সময় নিজ হাতে ত্রাণ পৌঁছে দেওয়ার কারণে তিনি দলে আস্থার প্রতীক হয়ে উঠেছেন।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে তিনি নিয়মিত মাঠে আছেন—লিফলেট বিতরণ, উঠান বৈঠক, সভা-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লায়ন ড. ফরিদুল ইসলামের প্রতি সমর্থন ব্যক্ত করছেন সাধারণ ভোটাররা। বিএনপি নেতাকর্মীরাও কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তার হাতে ধানের শীষ প্রতীক দেওয়ার আহ্বান জানিয়েছেন।
লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন,
আমার মূল লক্ষ্য হলো এলাকার মানুষের পাশে থাকা। শিক্ষা, চিকিৎসা ও দৈনন্দিন জীবনের সহায়তায় মানুষের জীবনমান উন্নত করা। দুর্যোগকালীন সময়ে এবং সংকটের সময়ে সাধারণ মানুষ যেন সহযোগিতা পায়, সেটাই আমার প্রাধান্য। আমি সবসময় জনগণের সঙ্গে থাকতে চাই এবং তাদের উন্নয়ন ও নিরাপত্তার জন্য কাজ চালিয়ে যাব। আসন্ন নির্বাচনে যদি জনগণ আমাকে দায়িত্ব দেন, আমি তাদের আশা ও আস্থা পূরণে নিঃস্বার্থভাবে কাজ করব।





























