
এস এম রিফাত : বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জের হোসেনপুরে পৌর বিএনপির উদ্যোগে পৌর মাছমহালস্থ কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্জ্ব এ, কে, এম শফিকুল হক (শফিক)। তিনি বলেন, “আপোষহীন গণতান্ত্রিক নেতৃত্বের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ ১৫ বছরের হয়রানি, অন্যায় আটক ও পর্যাপ্ত চিকিৎসার অভাবে আজ সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন।” বর্তমানে তিনি ঢাকা এভারকেয়ার হাসপাতালে দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
তিনি আরও বলেন, “আমরা তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করছি। খুব শিগগিরই দেশনেত্রী সুস্থ হয়ে জাতিকে নেতৃত্ব দিতে ফিরে আসবেন—এটাই আমাদের প্রত্যাশা।”
দোয়া মাহফিল পরিচালনা করেন মুফতী নূরুল আমীন ও মুফতী ইকরামুল হক।
মাহফিলে পৌর বিএনপির ৯টি ওয়ার্ডের নেতা–কর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, সমাজসেবক ও স্থানীয় প্রিন্ট–ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী–পেশার মানুষ গভীর আবেগঘন পরিবেশে অশ্রুসিক্ত নয়নে দেশনেত্রীর সুস্থতা কামনায় মোনাজাতে অংশ নেন।





























