
স্টাফ রিপোর্টার:
গণতন্ত্রের অদম্য প্রহরী,সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মহিষখোলা বাজারে অনুষ্ঠিত হলো হৃদয়বিদারক মিলাদ ও দোয়া মাহফিল।নেত্রীর অসুস্থতায় শোকাহত মানুষ মহান আল্লাহর দরবারে কান্নাভেজা প্রার্থনায় অংশ নেন, হৃদয়ে ভরেন ভক্তি ও ভালোবাসার অনুভূতি।
সোমবার,(১ডিসেম্বর আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে পূর্বনির্ধারিত নির্বাচনী পথসভা স্থগিত করে, ২২৪-সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা আলহাজ্ব আনিসুল হকের সমর্থনে ধানের শীষের নেতাকর্মী ও সাধারণ মানুষ রাজনীতির ঊর্ধ্বে উঠে এক কাতারে দাঁড়িয়ে প্রার্থনা করেন।
অনুষ্ঠানে বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মুক্তার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জনাব আব্দুস সালামের সঞ্চালনায় মিলাদ ও দোয়া মাহফিল পরিচালিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জননেতা আলহাজ্ব আনিসুল হক।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,বেগম খালেদা জিয়া শুধু একজন নেত্রী নন,তিনি এ দেশের গণতন্ত্রের প্রাণ,মানুষের আশা ও স্বপ্নের প্রতীক। আজকের এই মিলাদ প্রমাণ করছে,তাঁর জন্য প্রতিটি হৃদয় কতটা অশ্রুসজল। আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন—এটাই আমাদের একমাত্র প্রার্থনা।
মিলাদ শেষে বিশেষ মোনাজাতে দেশনেত্রীর সুস্থতা,দেশের শান্তি,গণতন্ত্রের মুক্তি এবং মানুষের অধিকার পুনরুদ্ধারের জন্য দোয়া করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা চোখে অশ্রু,হৃদয়ে ভালোবাসা নিয়ে একত্রিত হয়ে প্রার্থনার মুহূর্তকে স্মরণীয় করে তোলেন।





























