
শাহিন মিয়া অষ্টগ্রাম (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নে প্রবাসী গৃহবধূ মিনারা আক্তার (২৮) এর ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জামাল ভূইয়ার বিরুদ্ধে। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে বাড়ির রাস্তা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মিনারা আক্তারের স্বামী মোঃ রবিন মিয়া (পিতা—কুতুব আলী) দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করছেন। এই সুযোগে ইউপি সদস্য জামাল ভূইয়া দীর্ঘদিন ধরে মিনারার প্রতি নানান কুপ্রস্তাব দিয়ে চাপ সৃষ্টি করে আসছিলেন। মিনারা আক্তার তার অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় প্রায়ই তাকে ও তার শাশুড়িকে নানাভাবে নির্যাতন করে আসছিলেন বলেও অভিযোগ রয়েছে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে বাড়ির রাস্তা নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জামাল ভূইয়া হঠাৎ ধারালো অস্ত্র দিয়ে মিনারাকে কোপাতে থাকেন এবং মাটিতে ফেলে একাধিক কিল-ঘুষি প্রদান করেন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মিনারা আক্তারকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হওয়ায় জরুরি ভিত্তিতে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এ ঘটনার পূর্বে ১৬ নভেম্বর কাস্তুল ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণের জায়গা দখল করার অভিযোগে সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গেলে জামাল ভূইয়া তাদের পেশাগত দায়িত্ব পালনে বাধা ও হেনস্থা করেন। এ ঘটনায় গত ১৭ নভেম্বর অষ্টগ্রাম থানায় তার বিরুদ্ধে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। মামলাটির নম্বর—১৫, তারিখ: ১৭/১১/২৫, যা এখনো তদন্তাধীন রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, একজন জনপ্রতিনিধি হয়ে বারবার এমন ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত থাকলেও তিনি দাপটের সঙ্গে এলাকায় বিচরণ করেন। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও বিরাজ করছে।
ঘটনার সুষ্ঠু তদন্ত ও ইউপি সদস্য জামাল ভূইয়ার দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবারসহ সচেতন মহল।





























