
তানজিদ শুভ্র:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে আ ফ ম কামালউদ্দিন হল সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কমনরুম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ফুলবাড়ীয়ার কৃতি সন্তান ইব্রাহিম খলিল। তিনি দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে এ পদে জয়লাভ করেন।
ইব্রাহিম খলিল ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামের আজিমউদ্দিনের সন্তান। ইব্রাহিম খলিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী।
কমনরুম সম্পাদক পদে বিজয়ী হওয়ার পর ইব্রাহিম খলিলকে সহপাঠী ও এলাকাবাসী আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেছেন, বিশ্ববিদ্যালয় জীবনের এ অর্জন ভবিষ্যতে তার বৃহত্তর সামাজিক নেতৃত্বের ক্ষেত্র তৈরি করবে।
ইব্রাহিম খলিল বলেন, আমাকে যারা তাদের মূল্যবান ভোট, সহযোগিতা ও পরামর্শ দিয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমার দেয়া নির্বাচনী ইশতেহারের সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করবো এবং শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে আসা নতুন কাজও এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ।
শুভ্র/






































