
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জব্দ করা রাশিয়ার সম্পদ থেকে ১.৫ বিলিয়ন (১৫০ কোটি) ইউরো ইউক্রেনকে দিয়েছে। শুক্রবার (২৬ জুলাই) এই অর্থ স্থানান্তর করা হয়। এটি জব্দকৃত রুশ সম্পদ থেকে অর্জিত লাভের প্রথম অংশ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
এক বিবৃতিতে ইইউ প্রধান উরসুলা ভন ডার লিয়েন বলেন, ইইউ ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে। আজ আমরা জব্দকৃত রুশ সম্পদ থেকে ১.৫ বিলিয়ন ইউরো ইউক্রেনের প্রতিরক্ষা ও পুনর্গঠনের জন্য স্থানান্তর করেছি।
তিনি আরও বলেন, ইউক্রেন এবং সমগ্র ইউরোপকে একটি নিরাপদ জায়গা হিসেবে গড়ে তোলার জন্য রুশ অর্থের এর চেয়ে ভালো প্রতীক বা ব্যবহার আর হতে পারে না।
ইইউ সদস্য রাষ্ট্রগুলো মে মাসে সিদ্ধান্ত নিয়েছিল যে, রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের জব্দ করা থেকে অর্জিত বিলিয়ন ডলারের লভ্যাংশ ইউক্রেনকে অস্ত্র সরবরাহ এবং যুদ্ধ পরবর্তী পুনর্গঠনে সহায়তার জন্য ব্যবহার করা হবে।
২০২২ সালে ইউক্রেনে আক্রমণের জন্য মস্কোর ওপর আরোপিত নিষেধাজ্ঞার অংশ হিসেবে ইইউ প্রায় ২১৭ বিলিয়ন ডলার রুশ সম্পদ জব্দ করেছিল। ইইউতে জব্দকৃত রুশ সম্পদের প্রায় ৯০ শতাংশ বেলজিয়ামে অবস্থিত আন্তর্জাতিক আমানত সংস্থা ইউরোক্লিয়ারে রাখা হয়েছে।
ইউক্রেনের প্রধানমন্ত্রী দেনিস শিমহাল ইইউকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ভন ডার লিয়েন এবং ইইউকে তাদের অটল সমর্থন এবং এই গুরুত্বপূর্ণ অবদানের জন্য ধন্যবাদ।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আমরা এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের জন্য ইইউ-এর প্রতি কৃতজ্ঞ। এই স্থানান্তর আমাদের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতে সহায়তা করবে।
তবে রাশিয়া এই পদক্ষেপকে ‘অবৈধ’ হিসেবে নিন্দা করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, এই ধরনের অবৈধ সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় অবশ্যই বিবেচনামূলক পদক্ষেপ গ্রহণের কারণ রয়েছে।







































