
শেরপুর প্রতিনিধি :
আজ ১৫ ডিসেম্বর সোমবার সকালে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন,সড়ক ও জনপথ বিভাগের জায়গায় ঝিনাইগাতী–শেরপুর আঞ্চলিক সড়কের পাশে তিন টি সরকারি গাছ অবৈধ ভাবে কাটার খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আশরাফুল আলম রাসেলের নির্দেশে মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাছ কাটা বন্ধের নির্দেশ দেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কয়েকজন শ্রমিক গাছগুলোর মধ্যে দুটি গাছ কেটে ফেলেছে আর বাকি একটি গাছ কাটার কাজ চলমান ছিলো। গাছগুলোর মালিকানা দাবি করেন হাতিবান্ধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরল আমিন এর ছেলে তমাল।গাছগুলোর মধ্যে ২ টি রেইনট্রি ও একটি মেহগনি গাছ ছিলো। তার দাবি জায়গা সরকারি হলেও গাছ গুলো তার বাবা লাগিয়েছেন। এব্যাপারে তারা নাকি বনবিভাগের সাথে কথাও বলেছেন।
কিন্তু এ ব্যাপারে ঝিনাইগাতীর রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা আ: করিমের সাথে কথা বললে,তিনি বিষয়টি অবগত নন বলে জানান। আর এটা তার এখতিয়ারে নেই বলেও জানান।
এব্যাপারে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো : আশরাফুল আলম রাসেল বলেন, সরকারি জায়গায় গাছ কাটার কোন নিয়ম নেই। আমি গাছ কাটা বন্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।




































