
স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শুকদেবপুর মিলন বাজারে বুধবার, ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হলো সাচনাবাজার ইউনিয়ন বিএনপির জোরালো পথসভা। হাজারো মানুষ ধানের শীষের প্রতি তাদের অটল আস্থা ও সমর্থন প্রকাশ করেন।
সভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান কামরুল। তিনি তার উজ্জীবিত ভাষণে জনগণকে দেশপ্রেম,ন্যায়বিচার ও গণতান্ত্রিক আদর্শের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হতে উদ্বুদ্ধ করেন। কামরুল বলেন,রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন আমাদের দেশের জন্য অপরিহার্য। ধানের শীষের পক্ষে জনগণের সমর্থন কেবল নির্বাচনী নয়,এটি দেশের গণতন্ত্রকে শক্তিশালী করার অটল প্রমাণ।
পথসভায় সভাপতিত্ব করেন সাচনাবাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক উসমানগনী এবং সঞ্চালনায় ছিলেন যুবদলের সহ-সভাপতি রুবেল হোসেন। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। বক্তারা একত্রে জনগণকে ধানের শীষের পক্ষে জনমত গঠনের আহ্বান জানান।
উক্ত সভায় উপস্থিত জনগণ উল্লাস ও উৎসাহে উদ্বেলিত হন। নীরব সমর্থন থেকে শুরু করে উল্লাসপূর্ণ স্বরে সকলে তাদের দৃঢ় সমর্থন প্রদর্শন করেন,যা প্রমাণ করে শুকদেবপুরের মানুষ দেশের গণতান্ত্রিক অর্জন এবং ন্যায়বিচারের প্রতি অটল।
শুকদেবপুরের জনগণ দেশের ভবিষ্যতের জন্য সক্রিয়,সাহসী এবং ন্যায়ের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ। ধানের শীষের পক্ষে এই শক্তিশালী জনমত তাদের ঐক্য,দৃঢ়তা ও ন্যায়ের প্রতি অটল বিশ্বাসের প্রতিফলন।





























