
সাদিয়াত হোসেন: কালিহাতী
টাঙ্গাইলের কালিহাতীতে বংশাই নদীতে গোসল করতে নেমে মাশিয়ান (১৩)বছরের এক মাদ্রাস ছাত্র নিখোঁজ রয়েছে।
রবিবার (১৪)এপ্রিল দুপুরে উপজেলার সল্লা ব্রীজের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। পরে খরব পেয়ে ফায়ার সার্ভিসের ডুবরী দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে।
বিষয়টি নিশ্চিত করেন মগড়া পুলিশ ফাঁড়ির এসআই মোঃ শহিদুল ইসলাম (শহিদ)
নিহত মাশিয়ান ঘাটাইল উপজেলার হামিদপুর গ্রামের মাসুদ তালুকদার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়,দশকিয়া উত্তর পাড়া নানার বাড়িতে বিয়ের দাওয়াত খেতে এসে দুপুরে তিনজন নদীর পানিতে গোসল করতে নামে। হঠাৎ মাশিয়ান নদীর স্রোতে তলিয়ে যায়।পরে সাথে থাকা বাকীদের ডাক-চিৎকার ও বাড়ির লোকজন খরব পেয়ে ঘটনাস্থলে এসে অনেক খোজাখুজির করে পরে না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে কে খরব দেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ করতে পারেনি ফায়ার সার্ভিস।
এ বিষয়ে মগড়া পুলিশ ফাঁড়ির এসআই মোঃ শহিদুল ইসলাম (শহিদ)বলেন পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান অব্যাহত আছে।





























