
সাদিয়াত হোসেন: কালিহাতী
টাঙ্গাইলের কালিহাতীতে ঘুষ-দুর্নীতি ও অনিয়মের অভিযোগ করে উপজেলা সাব-বেজিস্ট্রার মোঃ খাইরুল বাশার ভুইয়া পাভেলের প্রত্যাহার দাবীতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন শেষে স্মারকলিপি দিয়েছে দলিল লেখকরা।
বুধবার (১৩ মার্চ) সকালে উপজেলা সাব- রেজিস্ট্রারের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করেন দলিল লেখকরা। লিখিত সংবাদ সম্মেলন ও মানববন্ধনে দলিল লেখক কল্যাণ সমিতির সভাপতি মোঃ নুরুল ইসলাম অভিযোগ করেন বলেন, বর্তমান সাব-রেজিস্ট্রার এখানে যোগদানের পর থেকে দলিল লেখক ও সেবাগ্রহীতাদের নানাভাবে হয়রানি করছে। জবেদা বেগম ওরফে জবেদা খাতুন, মোঃ নুরুল ইসলাম ওরফে নুরুল ইসলাম নামের ক্ষেত্রে নানা প্রকার টালবাহানা করে অতিরিক্ত ৫ থেকে ১৫ হাজার টাকা বেশি নিয়ে পছন্দমত দলিল লেখকদের রেজিস্ট্রি করে দেন। দলিল রেজিস্ট্রি করণের পূর্বে সাব-রেজিস্ট্রারের কাছে পরামর্শ করতে গেলে পরামর্শ না দিয়ে উল্টো দলিল লেখকদের ভয়-ভীতি দিয়ে থাকেন। ইতিপূর্বে বাদল চন্দ্র মজুমদার ও কালিপদ পালকে দুটি সম্পাদন বিহীন দলিল জব্দ করে প্রায় ৬ ঘন্টা এজলাস ও খাস কামরায় দাড় করিয়ে রেখে তাদের কে মৌখিতভাবে দলিল লেখা থেকে বিরত থাকার নির্দেশ দেন। তারা আরো অভিযোগ করে বলেন, সাব-রেজিস্ট্রার ঠিক মত অফিসে আসেন না। প্রতিদিন ৬০-৭০ টি দলিল রেজিস্ট্রি করার চাহিদা থাকলেও তিনি করে থাকেন ১৫-৩০টি। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলিল লেখক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাসুম সরকার, যুগ্ন সম্পাদক শাহীন আলম, কোষাধ্যক্ষ মোঃ সুরমান আলী সহ প্রমুখ।
মানববন্ধনে দলিল লেখক সংগঠনের নেতারা বলেন সাব-রেজিস্ট্রার কে যতদিন পর্যন্ত অপসারণ ও প্রত্যাহার না করবে আমরা ততদিন পর্যন্ত কলম বিরতি পালন করবো। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন।





























