
প্রথম দেখা
ফাতেমাতুজ জোহুরা
আপনার সাথে আমার প্রথম দেখা
মায়া সে কি বড্ড মায়া!
আপনাকে দেখেছি কয়েকটি পলকে,
এতেই এত মায়া-আহ্ বড্ড মায়া!
কথার ফুলঝুরি ছুটে দিলেন আমার দিকে।
মন হলো যেন চিরন্তন পরিচয়।
আপনার প্রতিটা কথাতেই প্রলুব্ধতা মাখনো,
চিকন ফ্রেমের চশমার কাচ ভেদ করে
ধেয়ে আসছে না বলা অনেক কথা
কার্নিশে বসা আমার দৃষ্টির আকর্ষণে।







































