
রোজা
শাম্মী তুলতুল
রোজা রোজা রোজা।
বছর ঘুরে এই হলো
আমাদের ভালোবাসার মাসটা।
পাপমুক্ত করতে.
আল্লাহ দিলো একটি মাস।
বছরের গুনাহ পরিস্কার করার
সেরা মাস রমজান মাস।
এই দিনে কোরআন পড়ুন বেশি বেশি
নামাজ পড়ুন বেশি।
নফল যত পড়তে পারেন
করুন যিকির- তসবিহ ।
রাখুন ত্রিশ রোজা
মন থেকে নেমে যাবে
পাপের সকল বোঝা।
জায়নামাজে বসে রই
ইয়া রব মোদের।
তোমার দরবারে দু. হাত তুলি
ইয়া আল্লাহ ইয়া আল্লাহ জিকির করি।







































