
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতির নেতারা।
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) শোকসন্তপ্ত পরিবার ও দলের নেতাকর্মীদের প্রতি সমবেদনা জানিয়ে বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতির সভাপতি মোল্লা জালাল বলেন রাজনীতির এই সংকটকালে খালেদার বিদায় এই সংকটকে আরও ঘনীভূত করবে।
গণমাধ্যমে পাঠানো শোক বার্তায় বলা হয় বেগম খালেদা জিয়া এক দুঃসময়ে দলের হাল ধরেন এবং তাঁর সুযোগ্য নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ ও জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়।
শোক বার্তায় আরও বলা হয়, ’৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন, তিনজোটের রূপরেখা প্রণয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর আপসহীন নেতৃত্ব জাতি আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। দেশে সংসদীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা, জাতীয় নির্বাচনে একাধিক আসনে জয়লাভ এবং প্রধানমন্ত্রী পুনর্নির্বাচিত, গণতান্ত্রিক আন্দোলনে বহুবার কারাবরণ ও অন্যায়ের সঙ্গে আপস না করার উজ্জ্বল দৃষ্টান্ত তিনি স্থাপন করে গেছেন, যা আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
শোক বার্তায় আরও বলা হয়, তাঁর মৃত্যুতে আমরা একজন দেশপ্রেমিক ও গণতান্ত্রিক অভিভাবককে হারালাম। দেশের ইতিহাসে গণতান্ত্রিক সংগ্রামে তিনি এক অনন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন।
খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর পরিবারকে ধৈর্য ধারণের ক্ষমতা দান ও দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।






































