
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে কুমিল্লার-৩ (মুরাদনগর) আসনে স্বতন্ত্র ও বিভিন্ন রাজনৈতিক দলের ১৩ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন ৯ জন। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও উপজেলা নির্বাচন অফিস।
সোমবার (২৯ ডিসেম্বর) উৎসবমুখর পরিবেশে কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে প্রার্থীরা সহকারি রিটার্নিং কর্মকর্তা মোঃ আবদুর রহমান এর কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন। এ সময় প্রার্থী ও তাদের সমর্থকদের অনেকেই সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।
উপজেলা নির্বাচন অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, মুরাদনগরে ১৩ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র দখিলকৃত প্রার্থীরা হলেন, কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ (বিএনপি), মোঃ ইউছুফ সোহেল (জামায়াতে ইসলামী), মোঃ খোরশেদ আলম (বাংলাদেশ কংগ্রেস), আহমদ আবদুল কাইয়ুম (ইসলামী আন্দোলন), রিয়াজ মোঃ শরীফ (এনডিএম), চৌধুরী রকিবুল হক (আম জনতার দল), মোঃ শরীফ উদ্দিন সরকার (ইনসানিয়াত বিপ্লব), মোঃ এমদাদুল হক (বাংলাদেশ রিপাবলিকান পার্টি) ও মনিরুজ্জামান (গণ অধিকার পরিষদ)।
সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের পর আর কোনো মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি। এখন যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত প্রার্থীদের তালিকা ঘোষণা করা হবে।





























