
কুমিল্লাস্থ দেবিদ্বার সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান গতকাল রাতে কুমিল্লার ঐতিহ্যবাহী হোটেল রেড রফ ইনের সম্মেলন কক্ষে জাকজমপূর্ন অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কুমিল্লায় অবস্থানরত নানা শ্রেণির পেশায় যুক্ত বিশিষ্ট ব্যাক্তিবৃন্দ অংশ গ্রহণ করেন।
২৭ শে জুন শুক্রবার রাত ৯টা থেকে শুরু হওয়া উক্ত অনুষ্ঠানটি মধ্যরাত পর্যন্ত চলে। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আহবায়ক এডভোকেট আব্দুল আউয়াল ভুইয়ার সভাপতিত্বে ও মোঃ মোরশেদ আলম সরকার এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে দেবিদ্বার উপজেলার কুমিল্লায় অবস্থানরত অধিকাংশ নাগরিকগণ উপস্থিত ছিল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সর্ব জনাব, এডভোকেট খন্দকার মিজানুর রহমান, সাধারণ সম্পাদক, কুমিল্লা আইনজীবী সমিতি, এডভোকেট মোঃ আনোয়ার হোসেন, এডভোকেট গোলাম মোস্তফা, অধ্যাপক গোলাম মোস্তফা, হাজী আব্দুল কাদের, মোঃ হাফিজ উদ্দিন, প্রধান শিক্ষক, কুমিল্লা জিলা স্কুল, অধ্যক্ষ কামরুজ্জামান, মোঃ গিয়াস উদ্দিন উদ্দিন(গিয়াস), রায়হান রহমান হেলেন, অধ্যাপক মোজাফফর আহমদ, এডভোকেট মোঃ তারিফ, এডভোকেট মোঃ ছোহরাব হোসেন মিঠু, অধ্যাপক মোঃ জাকির হোসেন, বাখরাবাদ গ্যাস এর কর্মচারী ইউনিয়ন নেতা বসির আহম্মদ, মোঃ আমিরুল ইসলাম ভুইয়া, ইসলামি ব্যাংক বাংলাদেশ এর কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, বাংলা ফুড এর পরিচালক, মোঃ নুরুল ইসলাম, অধ্যাপক পিযুষ কুমার সরকার, আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক, খোরশেদ আলম, অধ্যাপক ড. উম্মে আয়শা, মুফতি মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম, মাওলানা ইব্রাহীম খলীল আহাম্মদী।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে নাঈম পারভেজ অপুর পরিচালনায় এক আকর্ষণীয় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।







































