
জেলা প্রতিনিধি (ভোলা):
ভোলার লালমোহন উপজেলায় মৎস্যসম্পদ ধ্বংসকারী বিপুল পরিমাণ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে দুপুর পর্যন্ত উপজেলার তেঁতুলিয়া নদীর বিভিন্ন চর থেকে উপজেলা মৎস্য দফতরের অভিযানে দুই শতাধিক চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। এসব জালের বাজার মূল্য অন্তত তিন লাখ টাকা। পরে জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ, মৎস্য দফতরের ক্ষেত্র সহকারী মোস্তফা মনোয়ার আলি, সাইফুল ইসলাম সোহাগ, অফিস সহকারী মো. আব্বাস উদ্দিনসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।





























