
আব্দুর রশিদ মোল্লা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে মাগুরা-১ আসনের সদর-শ্রীপুর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. আব্দুল্লাহ আল মাহমুদ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে তিনি শ্রীপুর উপজেলার গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো পরিদর্শন শুরু করেন। পরিদর্শনে তার সঙ্গে ছিলেন লে. কর্নেল মোস্তাক আহমেদ, পুলিশ সুপার হাবিবুর রহমান, মেজর মো. সালাহউদ্দিন এবং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সালেক মুহিদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরিদর্শনকারী দলটি শ্রীপুর সরকারি এম.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়, বরিশাট কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয়সহ বেশ কিছু কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তারা কেন্দ্রের অবকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা এবং সিসি ক্যামেরা স্থাপনের বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ সাংবাদিকদের জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাগুরা-১ আসনের শ্রীপুর উপজেলার ৫৮টি কেন্দ্রসহ জেলার ৩০১টি ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের শরীরে বডি ক্যামেরা ব্যবহারের ব্যবস্থা করা হয়েছে। যাতায়াত ও নিñিদ্র নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচন ও গণভোট সামনে রেখে আমরা মাঠ পর্যায়ে প্রচার-প্রচারণা শুরু করেছি। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত।





























