
স্টাফ রিপোর্টার:
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় তাহিরপুরে অনুষ্ঠিত খতমে কুরআন ও গণদোয়া মাহফিলে আবেগঘন বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল।
তিনি বলেন,সৃষ্টিকর্তাই সবচেয়ে বড় চিকিৎসক। মানুষের ওষুধে না হোক আল্লাহর রহমতেই আমাদের নেত্রী সুস্থ হয়ে আবার দেশের মানুষের কাছে ফিরে আসবেন, ইনশাআল্লাহ।
বক্তব্যে কামরুল উঠে আসেন দেশের রাজনৈতিক ইতিহাসের এক-এগারোর দুঃসময়ের প্রেক্ষাপটে। তিনি বলেন, সেদিন দেশনেত্রীকে সন্তানসহ দেশ ছাড়ার হুমকি দেওয়া হয়েছিল। অথচ তিনি বিন্দুমাত্র মাথা নত করেননি। বলেছিলেন এই দেশের ১৮ কোটি মানুষই আমার সন্তান। আমি সন্তান ছেড়ে কোথাও যাব না।
কামরুল আরও বলেন, এই আপসহীনতা ও স্বদেশপ্রেমই খালেদা জিয়াকে আলাদা উচ্চতায় নিয়ে গেছে। আজ তিনি শারীরিক অসুস্থতায় ভুগলেও দেশের প্রতিটি ঘরে তাঁর জন্য দোয়া উঠছে এটাই প্রমাণ করে তিনি শুধু একটি রাজনৈতিক দলের নন, তিনি কোটি মানুষের আপনজন।
অনুষ্ঠানে অংশ নেওয়া মুসল্লিরা খতমে কুরআন শেষে দেশনেত্রীর আরোগ্য কামনায় হাত তোলে মহান আল্লাহর দরবারে। পুরো মাঠজুড়ে তখন একটাই আবেদন খালেদা জিয়ার সুস্থতা, দেশের শান্তি, গণতন্ত্রের মুক্তি এবং রাজনৈতিক স্থিতিশীলতা।
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ জানান, যতদিন দেশনেত্রী সুস্থ না হয়ে আমাদের মাঝে ফিরে না আসবেন, ততদিন এই প্রার্থনার ধারা অব্যাহত থাকবে





























