
নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের মধ্যনগর থানার অফিসার্স কোয়ার্টারে অগ্নিকাণ্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।এতে কেউ হাতাহত হয়নি। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে কোয়ার্টারে থাকা পুলিশ সদস্যদের ল্যাপটফ,মোবাইল আসবাবপত্র, কাপড়সহ প্রয়োজনীয় সামগ্রীসহ আধাপাকা টিনসেড ঘরটি পুড়ে গেছে।
পুলিশ সুত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে স্থানীয়দের পাশাপাশি ধর্মপাশা ফায়ার সার্ভিসের দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান,বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটায় তা দ্রুত ছড়িয়ে পরে।এতে আনুমানিক ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস ক্ষতিগ্রস্ত পুলিশ কোয়ার্টারে পরিদর্শন করেন।





























