
নিজস্ব প্রতিবেদক :
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ দর্শী চাকমা এর সভাপতিত্বে এতে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম,মধ্যনগর থানার ওসি তদন্ত মোরশেদ আলম,উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন নুরী,সাধারণ সম্পাদক পরিতোষ সরকার,
সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদার টিটু,বংশীকুন্ডা দক্ষিণ ইউপি চেয়ারম্যান রাসেল আহমেদ প্রমুখ।
এর পূর্বে সকাল সাড়ে আটটার দিকে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।





























