
নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের টাঙ্গুয়ার হাওর অর্ন্তগত বেরবেরিয়া বিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩০টি চায়না দোয়ারি অবৈধ জাল উদ্ধার ও ধ্বংস করা হয়
মঙ্গলবার বিকাল ৪ টা হতে ৬ টা পর্যন্ত মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের টাঙ্গুয়ার হাওর অর্ন্তগত বেরবেরিয়া বিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমা। অভিযানে ৩০টি চায়না দোয়ারি অবৈধ জাল উদ্ধার ও ধ্বংস করা হয় যার আনুমানিক মূল্য ২ লক্ষ৫০ হাজার টাকা।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা বলেন,চায়না দোয়ারি জাল প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট করে এবং মা মাছসহ বিভিন্ন মাছ ও জলজ প্রাণী ধ্বংস করে। তাই মৎস্য প্রজনন রক্ষায় এ অভিযান চলমান থাকবে।





























