
বাজান
মোছা. জেরিন ফেরদৌস
আমি বড়ই দিগ্বিদিগ জ্ঞানশূন্য
মৃতবৎ হয়েছি বহুবার।
বাজান তুমি সুরুজ, ঔজ্জ্বল্য তোমার বর্ণ
আমি নইতো চকচকে স্বর্ণ।
শুষ্ক মৌন আমি
শান্ত সহিষ্ণু তুমি।
আমি তোমার কনিষ্ঠা নন্দিনী
দু'চোখে প্রাখর্য বন্দিনী।
বাজান জানো কি তুমি?
কর্কটরোগে শোকে বিসুখে
লাবণ্য আমার হারালো
শোক যন্ত্রণা বাড়াল।
করেছি কিছু বর্ণপাপ আড়াল,
বাজান তুমি গন্ধরাজ
স্নিগ্ধ তোমার চলন সাজ
আমার নজর যায়
ঠিক তোমার পা এ
আহ কত সোনাঝরা শ্রম
যমী হয়ে অভিবাসী
বাজান তোমায় খুব ভালোবাসি।
/শুভ্র







































