
মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধিনেত্রকোনার মোহনগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।তাদের মধ্যে গুরুতর আহত নাজমা আক্তার (৫০), রাকিব মিয়া (৩০) ও রাব্বি মিয়া (২২) নামে ৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নয়জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অনেকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার গাগলাজুর এলাকার হাওরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার গাগলাজুর মৌজার হাফভিলা নামক হাওরে প্রায় ১০ একর খাস জমি রয়েছে। ওই খাস জমি থেকে চৌড়াপাড়া গ্রামের ফুল মিয়াসহ তার লোকজনের নামে ১৯৭৮ সালে সাড়ে ৪ একর জমি সরকারিভাবে বন্দোবস্ত দেওয়া হয়। বন্দোবস্তকৃত ভূমি ১৯৮২ সালে ফুল মিয়াসহ তার লোকজনের নামে বিআরএস রেকর্ডভূক্ত হওয়ার পাশাপাশি তাদের নামে নামজারিও করা হয়। কিন্তু ফুল মিয়াদের নামে রেকর্ডকৃত ভূমি দীর্ঘদিন যাবত পাশের গাগলাজুর-বড়হাটি গ্রামের আনোয়ার হোসেন নামে এক প্রভাবশালী ব্যক্তি জোরপূর্বক ভোগদখল করে আসছেন। এ নিয়ে ফুল মিয়ার পক্ষ থেকে আদালতে মামলা দায়ের করা হয়। মামলার প্রেক্ষিতে আদালত দখলদারদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেন। শুক্রবার মোহনগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিষেধাজ্ঞা জারির বিষয়টি জানিয়ে আসেন। কিন্তু পুলিশ চলে যাওয়ার পরই প্রতিপক্ষের লোকজন আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ওই জমি দখল করে বোরোধান রোপন করতে থাকেন। পরে খবর পেয়ে ফুল মিয়াসহ তার লোকজন সেখানে গিয়ে তাদেরকে বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্র ও লাঠিসোটার নারীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।এ ঘটনায় জমির প্রকৃত মালিক ফুল মিয়ার পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। আজ শনিবার বিকালে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হাফিজুল ইসলাম হারুন বলেন, এ ঘটনায় এক পক্ষ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



























