
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের ৩নং ওয়ার্ড (নফল গ্ৰামবাসী) বিএনপি। এসময় বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য কাজী শাহ হোসাইন কায়কোবাদের সুস্থতার জন্যও দোয়া করা হয়।
শুক্রবার সন্ধ্যায় ধামঘর ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে নহল গ্ৰামে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মুঠোফোনে উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন
কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। এসময় তিনি উপস্থিত সকলের নিকট বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া কামনা করেন
এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় নির্বাচনে বিএনপির পক্ষে কাজ করার আহ্বান জানান।
বিএনপির প্রবীণ নেতা শামসুল আলমের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য আল-আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক দুলাল সরকার, আবুল হাসান ছিটন, ধামঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ধামঘর ইউনিয়ন বিএনপির সভাপতি নেছার উদ্দিন বেলাল, সাধারণ সম্পাদক রুহুল আমিন খোকন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজ আহমেদ জুয়েল, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রুহুল আমিন সেন্টু, উপজেলা জিসাসের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম, ফিরোজ মেম্বার, বিএনপি নেতা আল আমিন, যুবদল নেতা আমান উল্লাহ আমানসহ
ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত করেন নহল উত্তরপাড়া বাইতুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা এমদাদুল্লাহ।





























