
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়ন ওয়ার্ড জামায়াতের উদ্যোগে এক নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) বিকালে ধামঘর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের নায়াকান্দিতে নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
ধামঘর ইউনিয়ন জামাতের আমির মাও. খন্দকার আব্দুল আউয়াল এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক ভাইস-চেয়ারম্যান মোঃ ইউসুফ হাকিম সোহেল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর আ ন ম ইলইয়াছ ও ২ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ আবু হানিফ।
মাও. আব্দুর রহমান সরকার এর পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের কর্ম পরিষদ ও শুরা সদস্য গোলাম মোস্তফা, ধামঘর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণ।
প্রধান অতিথির বক্তব্যে ইউসুফ হাকিম সোহেল বলেন, কোরআনের আইন প্রতিষ্ঠা ও সৎ মানুষের শাসন নিশ্চিত হলে দেশে চাঁদাবাজি, দুঃশাসন, দুর্নীতি, চুরি-ডাকাতি ও খুন-খারাপি চিরতরে বন্ধ হবে। এতে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
আলোচনা শেষে তাবারক বিতরণের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন সভাপতি মাও. খন্দকার আব্দুল আউয়াল।





























