
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণার প্রথম দিন থেকেই কুমিল্লার-৩ মুরাদনগর সংসদীয় আসনে শুরু হয়েছে নির্বাচনী হওয়া। বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে নির্বাচিত করতে এলাকায় গণমিছিল ও পথসভা করেছে ধামঘর ইউনিয়ন বিএনপি ও স্থানীয় জনগণ।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ধামঘর ইউনিয়নে এ নির্বাচনী গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। গণমিছিলটি পরমতলা বাজার থেকে শুরু হয়ে কৃষ্ণপুর বাজারে গিয়ে শেষ হয়। মিছিলের ফাঁকে ফাঁকে বিভিন্ন স্থানে পথসভা করে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে কায়কোবাদকে বিজয়ী করতে স্থানীয়দের সামনে বক্তব্য রাখেন বিএনপির নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, কায়কোবাদ দাদার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এনসিপি-জামাত বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা চাচ্ছে খালি মাঠে গোল দিতে। কিন্তু তাদের মনে রাখা উচিত মুরাদনগরের মাটি কায়কোবাদ দাদার ঘাটি। মুরাদনগরের মানুষ আগামী নির্বাচনে কায়কোবাদ দাদাকে নির্বাচিত করে তাদেরকে দেখিয়ে দেবে কোন ষড়যন্ত্রই কায়কোবাদ দাদাকে দাবিয়ে রাখতে পারে না। তারা পথসভায় জনগণের সামনে কায়কোবাদের অতীতের সেবামূলক ও উন্নয়নমূলক কাজগুলো তুলে ধরেন এবং আগামী নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আবারো নির্বাচিত করে মুরাদনগর মানুষের ভাগ্য উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গঠন করতে তরুণ প্রজন্ম ও এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক দুলাল সরকার, ধামঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ধামঘর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক রুহুল আমিন খোকন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজ আহমেদ জুয়েল, উপজেলা জিসাসের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা নাহিদুল নাঈম প্রমুখ।





























