
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মুরাদনগরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার জাহাপুর ইউনিয়ন ও মুরাদনগর সদর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, জাহাপুর ইউনিয়নের গাংগাটিয়া গ্রামের মো. রুক মিয়ার ছেলে মো. শফিকুল ইসলাম (৪০) এবং মুরাদনগর সদর এলাকার উত্তরপাড়ার মৃত লাল মিয়ার ছেলে তারু মিয়া (৭০)।
যৌথ বাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে গাংগাটিয়া গ্রামে শফিকুল ইসলামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় একটি স্মার্টফোনও জব্দ করা হয়।
একই রাতে যৌথ বাহিনীর পক্ষ থেকে মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তারু মিয়ার বাড়ি থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করে। পাশাপাশি একটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ১১০ টাকা জব্দ করা হয়।
পরে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেপ্তারকৃতদের মুরাদনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান জামিল খান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। শনিবার দুপুরে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মুরাদনগর উপজেলায় মাদক ও অপরাধ দমনে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান অব্যাহত থাকবে।




























