
মাওলানা মোঃ ইউসুফ আলী
সারাবিশ্বের মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর সমগ্র বাংলাদেশের গত ৩১ শে মার্চ ধর্মীয় উৎসহ উদ্দীপনার মাধ্যমে পালিত হয়েছে।
নাঙ্গলকোট উপজেলায় সর্ববৃহৎ ঈদের নামাজের জামাত রায়কোট দক্ষিণ ইউনিয়নের ওলিপুর শাহী ঈদগা ময়দানে অনুষ্ঠিত হয়।
উক্ত ঈদগাহটিতে অলিপুর শ্যামিরখিল কনকইজ এই তিন গ্রাম সহ আশেপাশের গ্রামের কয়েক হাজার মুসল্লী একত্রি ঈদের নামাজ আদায় করে।
জানা যায় এই ঈদগাহটি শত বছরের পুরনো এবং উল্লেখিত তিন গ্রামের মানুষের সম্প্রীতির বন্ধন।
এই ঈদগাহে তিলিফ দরবার শরীফের প্রতিষ্ঠাতা মরহুম সুফি আব্দুল গণি রহমতুল্লাহি আলাই বহু বছর ঈদের নামাজ পরিচালনা করেছেন।
তাঁর ইন্তেকালের পর তদীয় পুত্র বর্তমান তিলিফ দরবার শরীফের পীর মাওলানা রুহুল আমিন সিদ্দিকী সাহেব দীর্ঘদিন থেকে এই ঈদগাহে ঈদের নামাজ পরিচালনা করে আসছেন।
এ বছর ঈদের নামাজ সকাল ৮:৩০ মিনিটে অনুষ্ঠিত হয়।
ঈদগাহে আলোচনা করেন পীর সাহেবের সাহেবের ছোট সাহেব জাদা হযরত মাওলানা শাহ মোহাম্মদ খালিদ নুর সাহেব।
মোনাজাত পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাবেক উপসচিব ইঞ্জিনিয়ার একরাম হোসেন এবং ঈদগাহ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রবিন সাংবাদিক ও সমাজসেবক মোহাম্মদ জয়নাল আবেদিন।
ঈদের জামাতে বহু আলেম ওলামা শিক্ষাবিদ সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ কয়েক হাজার মুসল্লী অংশ নেন।
পরে মোনাজাতে পীর সাহেব কেবলা আলহাজ্ব হযরত মাওলানা রুহুল আমিন সিদ্দিকী সাহেব এলাকার জীবিত মৃত সহ দেশ ও জাতির কল্যাণ কামনা দীর্ঘ দোয়া করেন।







































