
এম এম ইউসুফ আলী
স্টাফ রিপোর্টার
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
১৬ ডিসেম্বর প্রথম প্রহরে শহীদ বেদীতে পুষ্প অর্পণ ও পরে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য মহান বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনের সময় উপস্থিত সকলে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার লিজা আক্তার বিথী।
এ সময় নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান, উপজেলা সহকারী ভুমি কর্মকর্তা মিল্টন চাকমা, নাঙ্গলকোট প্রেস ক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা, বিশিষ্ট সমাজ সেবক বশিরুজ্জামান খান সহ আইন-শৃঙ্খলা বাহিনী ও নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী,সাংবাদিক,উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ছাত্র-ছাত্রী, রাজনৈতিক বৃত্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বিজয় দিবস উপলক্ষে চলন্ত অবস্থায় সালাম প্রদর্শন, বিভিন্ন ডিসপ্লে প্রদর্শন সহ বিভিন্ন ইভেন্ট অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, সাংস্কৃতিক ও পুরস্কার অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং অনুষ্ঠানের আগত বীর মুক্তিযোদ্ধাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে বরন ও তাঁদেরকে মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার লিজা আক্তার বিথী মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে সকলকে কাজ করার আহ্বান জানান।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিজয় মেলা, ফুটবল টুর্নামেন্ট সহ পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও দেশপ্রেমের আবহ।




































