
এম এম ইউসুফ আলী স্টাফ রিপোর্টার
আর্থিক সংকটের কারণে দীর্ঘদিন চিকিৎসা করাতে না পেরে মানবেতর জীবনযাপন করছিলেন এক অসহায় খুচরা মাছ ব্যবসায়ী শামীম। এমত অবস্থায় মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে তার পাশে দাঁড়ালেন তরুণ ব্লগার হৃদয় ও তার টিমের সদস্যরা।
প্রায় এক বছর পূর্বে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে শামীমের দুটি পা সম্পূর্ণভাবে ভেঙে যায়। দুর্ঘটনার পর আর্থিক অসচ্ছলতার কারণে উপযুক্ত চিকিৎসা না পাওয়ায় তিনি আজও শয্যাশায়ী। আহত শামীম কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার কাকিরতলা গ্রামে বাড়া বাড়িতে বসবাস করেন। তার স্থায়ী ঠিকানা মনোহরগঞ্জ উপজেলার খিলা মজুমদার বাড়ি। তিনি সাদেক হোসেনের পুত্র এবং তিন সন্তানের জনক।
শামীমের চিকিৎসার জন্য সহানুভূতিশীল বিভিন্ন মানুষের কাছ থেকে আর্থিক সহায়তা সংগ্রহ করে গত ৭ জানুয়ারি বিকেলে তার হাতে সেই অর্থ তুলে দেন ব্লগার হৃদয় ও তার সহযোগীরা।
এ সময় উপস্থিত ছিলেন,অর্থ সংগ্রহে সহযোগিতাকারী হাসান মিয়া, দেলোয়ার হোসেন, লোকমান হোসেন, মনির হোসেন, সাব্বির আহমেদ, আরিফ, রাকিব, জোবায়ের, সিহাবসহ নাঙ্গলকোট প্রেসক্লাব সদস্য ও আই আর টিভি নিউজ বাংলার প্রতিনিধি মাওলানা মোহাম্মদ ইউসুফ আলী।
স্থানীয়রা জানান, ব্লগার হৃদয়ের এমন মানবিক উদ্যোগ সমাজে দায়িত্ববোধ ও সহমর্মিতা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ বিষয়ে ব্লগার হৃদয় বলেন,
“মানুষ বিপদে পড়লে তার পাশে দাঁড়ানোই আমাদের নৈতিক দায়িত্ব। আমরা সবাই মিলে সামর্থ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করেছি।”
এ সময় আহত শামীম মিয়া আবেগাপ্লুত কণ্ঠে ব্লগার হৃদয় ও তার টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি নিজের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন এবং ব্যয়বহুল চিকিৎসার জন্য আরও আর্থিক সহযোগিতা চান।
আগ্রহী সহানুভূতিশীল ব্যক্তিরা শামীমের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন—
📱 মোবাইল: 01877-126671





























