
নারায়ণগঞ্জে মাদক সেবন ও মাদক সেবনের মাধ্যমে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে সাতজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৪ ডিসেম্বর ) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নারায়ণগঞ্জের উদ্যোগে সদর উপজেলার চানমারী ও চাষাঢ়া রেল স্টেশন এলাকায় এই মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট অভিযানে সাতটি মামলায় সাতজনকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্তরা হলেন সাইদুল (৩৫), মো. হাছান (৩০), রাজকুমার (৫৫), কালু (৪৫), মো. জাহাঙ্গীর (৪০), নূর মোহাম্মদ (৩৬) ও মো. মানিক (৩২)। তাঁরা সবাই নারায়ণগঞ্জ সদর এলাকার বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এনামুল হক জানান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলামের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে প্রত্যেকের বিরুদ্ধে মাদক সেবনের প্রমাণ পাওয়া যায়। এ সময় ৩৯ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক হুমায়ন কবির খন্দকারের সার্বিক নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। মাদক সেবন ও মাদক সংশ্লিষ্ট অপরাধ রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
স্থানীয়রা বলছেন, মাদক সেবনের কারণে বিভিন্ন এলাকায় সামাজিক অস্থিরতা ও অপরাধপ্রবণতা বাড়ছে। প্রশাসনের ধারাবাহিক অভিযানে মাদক সেবনকারীদের মধ্যে ভীতি ও সচেতনতা তৈরি হবে বলে আশা করছেন তাঁরা।





























