
নারায়ণগঞ্জ সদর উপজেলায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে পাঁচটি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় মোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী পাঁচটি হর্ন জব্দ করা হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. তারিকুল ইসলাম এবং সুনিম সোহানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নারায়ণগঞ্জ থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নিয়মবহির্ভূত হর্ন ব্যবহার করে শব্দ দূষণ সৃষ্টির অভিযোগে পাঁচটি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া মামলার প্রসিকিউশন পরিচালনা করেন।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে শব্দ দূষণসহ সব ধরনের পরিবেশ দূষণ রোধে দূষণকারী যানবাহন, কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।





























