
আরাফাত আলী,স্টাফ রিপোর্টার:
“সব নারী ও কন্যার প্রতি প্রযুক্তির সহায়তায় জেন্ডারভিত্তিক সহিংসতা বন্ধে এক হই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে পক্ষ–২০২৫ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা অফিসার্স ক্লাবে অগ্রগতি সংস্থার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নারী উন্নয়ন কর্মকর্তা অপর্ণা চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফু, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আবু হাসান, সাংবাদিক ফোরামের সহ-সভাপতি গাজী মিজানুর রহমান, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান এবং অগ্রগতি সংস্থার কার্যক্রম পরিচালক মাহবুবুর রহমান।
এছাড়াও আলোচনায় অংশ নেন সাংবাদিক আরিফুজ্জামান রাজু, আবুল কালাম বিন আকবর, শাহাদাত হোসেন, কুশুলিয়া ইউনিয়নের নারী উদ্যোক্তা মর্জিনা খাতুন ও কৃষ্ণনগর ইউনিয়নের নারী উদ্যোক্তা হুমায়রা খাতুন প্রমুখ।
কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক আরাফাত আলী, শিমুল হোসেন, তাপস কুমার বিশ্বাস, ফজলুর রহমান, আলমগীর হোসেন, মামুন হোসেন, আব্দুল করিম প্রমুখ।
বক্তারা বলেন, স্বাধীনতার এত বছর পেরিয়ে গেলেও নারীরা এখনও প্রকৃত নিরাপত্তা ও মর্যাদা অর্জন করতে পারেনি। প্রতিনিয়ত নারী ও কন্যাশিশুরা ধর্ষণ, পারিবারিক সহিংসতা এবং সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে। আধুনিক প্রযুক্তির অপব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে ভুয়া ছবি ও ভিডিও তৈরি করে নারীদের ব্ল্যাকমেইল করার ঘটনাও উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে।
তারা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নারীদের সচেতন ও সতর্ক থাকতে হবে। একই সঙ্গে পরিবার, সমাজ ও রাষ্ট্র—সবাইকে সম্মিলিতভাবে নারীর সুরক্ষা নিশ্চিত করতে এগিয়ে আসতে হবে। আইনের কঠোর প্রয়োগ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই নারী নির্যাতন প্রতিরোধ সম্ভব বলে মত দেন বক্তারা।
অনুষ্ঠানের শেষে উপজেলার ৬টি ইউনিয়নের ১২ জন নারী উদ্যোক্তার মাঝে অগ্রগতি সংস্থার উদ্যোগে সনদ বিতরণ করা হয়।





























