নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয় আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়েছে টাঙ্গাইলে অনুষ্ঠিত এক অ্যাডভোকেসি ডায়ালগে। বুধবার ২৪ ডিসেম্বর সকাল ১১টায় শহরের ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ের সভাকক্ষে ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির উদ্যোগে এ ডায়ালগ অনুষ্ঠিত হয়।
ডায়ালগে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিকার ও প্রতিরোধে ব্র্যাকের রেফারেন্স মেকানিজম নিয়ে আলোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোসাম্মাৎ লায়লা আঞ্জুমান বানু বলেন, কন্যাশিশুকে কেবল জেন্ডারের ভিত্তিতে নয়, মানুষ হিসেবে গড়ে তুলতে পারলেই সমাজ থেকে নারীর প্রতি সহিংসতা ধীরে ধীরে কমবে। কোনো শিশুকেই যেন জেন্ডারভিত্তিক দৃষ্টিতে না দেখা হয়, সে বিষয়ে পরিবার ও সমাজকে সচেতন হতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন মিয়া। তিনি বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি-বেসরকারি সব পর্যায়ের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি জবাবদিহিতার কার্যকর পরিবেশ তৈরি করা জরুরি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কণিকা মল্লিক, জেলা প্রবেশন কর্মকর্তা সৌরভ তালুকদার, টাঙ্গাইল শিবনাথ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলী, সেতু টাঙ্গাইলের পাবলিকেশন কর্মকর্তা পঙ্কজ সরকার পিনু, ব্র্যাকের ডিসট্রিক্ট কো-অর্ডিনেটরসহ জেলা পর্যায়ের বিভিন্ন কর্মসূচির দায়িত্বপ্রাপ্তরা ও স্বেচ্ছাসেবকেরা।
ডায়ালগে অংশগ্রহণকারীরা নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বিদ্যমান চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে দলভিত্তিক আলোচনা ও উপস্থাপনা করেন। আলোচনায় পারিবারিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, অভিভাবক ও কমিটি পর্যায়ে সরকারি-বেসরকারি সেবাসমূহ সম্পর্কে আলোচনা এবং বিভিন্ন প্ল্যাটফর্মে সমন্বিত উদ্যোগ জোরদারের সুপারিশ করা হয়।
ডায়ালগটি সঞ্চালনা করেন জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক তানহার নূপুর। সভাপতিত্ব করেন সরকার হাসান ওয়াইস, ব্র্যাক ডিসট্রিক্ট কো-অর্ডিনেটর।